প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আবু আহমেদ এর সার্বিক সহযোগিতায় কুখরালী এলাকায় ভূমিহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, সামছুর রহমান, সালাম খাতুন, সুফিয়া সহ ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। ভূমিহীন নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস এর প্রভাবের কারণে সমগ্র বিশ্ব আজ স্থবির। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। যে কারণে নিন্ম ও মধ্য আয়ের মানুষেরা বাইরে যেতে না পেরে না খেয়ে থাকতে হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্যাকেজ ঘোষণা করার পরও জেলার লক্ষ লক্ষ কর্মহীন জনগন ও ভুমিহীন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। সে সামান্য পরিমাণ সহায়তা দেওয়া হচ্ছে তাও সঠিকভাবে বন্টন করা হচ্ছে না। এ মহামারীর সময় জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আংশিক তালিকা সহ সাহায্যের আবেদন করা হলেও সে ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। যে কারণে অসহায় অবস্থায় ভূমিহীন সমিতির লোকজন অনাহারে অর্ধাহারে দ্বীনাতিপাত করছে। অথচ জেলা প্রশাসক বার বার বলছেন ম্যাসেজ দিলেই খাদ্য বাড়ি পৌছে যাবে। বাস্তবে সেটি হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে যে কোন মুহুর্তে জেলা ভূমিহীন সমিতির সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হতে পারে।