কলারোয়া

করোনা মোকাবেলায় সরকারের পাশে কলারোয়া উপজেলার মুক্তিযোদ্ধারা

By daily satkhira

April 13, 2020

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মানি হিসেবে রাষ্ট্র তাঁদের যে ভাতা প্রদান করেন, সেখান থেকে জমানো অর্থ দিয়ে মহামারী করোনায় সঙ্কটে পড়া হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে সরকারি কোষাগারে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল১৯৬ জন মুক্তিযোদ্ধা ৮০ হাজার টাকা প্রদান করলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর হাতে। এ সময় উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা বি, এম নজরুল ইসলাম সাহেব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ও কলারোয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন। দেশের মুক্তিযোদ্ধাদের যে কমিটমেন্ট, এ ঘটনার মধ্য দিয়ে যেন আরও একবার প্রমাণ হলো। বাঙালীর জাতির নেতা শেখ মুজিবুর রহমান যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন, সে আহ্বানে ২০২০ সালে এসেও সাড়া দিলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল।