সাতক্ষীরা

সাতক্ষীরায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ

By daily satkhira

April 13, 2020

প্রেস বিজ্ঞপ্তি : বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে জাতীয় এবং স্থানীয়ভাবে দেশের সর্বত্র ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলার সকল ঔষধ ব্যবসায়ী, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সিভিল সার্জনের মাধ্যমে ডাক্তারদের মাঝে ভাইরাস প্রতিরোধের উপকর বিতরনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশানের কাছে উপকরন হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ জুবায়ের হোসেন, বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সহ-সভাপতি মোঃ কওছার আলী প্রমূখ। এসময় জেলা প্রশানের পক্ষ থেকে বলা হয়। চলমান পরিস্থিতিতে জরুরী পরিসেবা হিসেবে ঔষধের দোকান খোলা থাকবে কিন্তু নিজেদেরকে এবং পরিবেশকে সুরক্ষা দিতে দোকানের কর্মরত সকলকে মাস্ক, হ্যান্ডগ্লোব, সম্ভব হলে চশমা ব্যবহারের আহবান করেন, প্রতিদিনের কাপড় পরিস্কার, ক্রেতা সাধারনের জন্য সামাজিক দুরত্ব বজায় রাখার নিশ্চিত করার জন্য বলা হয়। এছাড়া মানবিক দিক বিবেচনা করে ঔষধের নির্ধারিত মূল্য থেকে ৫% পর্যন্ত ছাড় দিয়ে খুচরা ঔষধ বিক্রয় করার জন্য সমিতির পক্ষ থেকে আহবান করা হয়।