আন্তর্জাতিক

করোনা সংক্রমণ রোধে উৎপাদন বন্ধ হচ্ছে ‘করোনা’ বিয়ারের

By Daily Satkhira

April 13, 2020

ভিন্নরকম খবর: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি অবস্থা জারি করা হয়েছে মেক্সিকোতে। এমন পরিস্থিতিতে করোনা বিয়ারের উৎপাদন সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে মেক্সিকান কোম্পানি গ্রুপো মডেলো।

মেক্সিকোর গ্রুপো মডেলো কোম্পানির পণ্য বিশ্বের ১৮০ দেশে রপ্তানি হয়। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, জরুরি অবস্থার সময় মেক্সিকোতে সকল অপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে। আর বিয়ারকেও অপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় রাখা হয়েছে। জানা গেছে, আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে করোনা বিয়ারের উৎপাদন।