দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও উপজেলা গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতির কছে পিপিই প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের দপ্তরে গিয়ে এই পিপিই প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারন সম্পাদক বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী লোকমান কবির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নিকট পিপিই প্রদান করেন। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সরকার এই মহামারি থেকে মানুষকে বাচাতে নানামুখী কাজ করছে। সরকারের সেই কাজের সূত্র ধরে যারা নিরলসভাবে কাজ করছেন তাদেরকে এই পিপিই প্রদান সত্যিই প্রশংসার দাবীদার। সাতক্ষীরা তথা দেবহাটায় এখনো কোন করোনা রোগী সনাক্ত হয়নি জানিয়ে নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে এই মহামারি থেকে বাচতে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। শেষে নেতৃবৃন্দ উপজেলা গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি শেখ আক্তার হোসেনের নিকট পিপিই প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ও উপজেলা ছাত্রলীগের ভ্রাম্যমান মেডিকেল টিমকে পিপিই প্রদান করা হবে।