ফিংড়ি প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে হত-দরিদ্র ১’শ পরিবারের মাঝে চাল ,ডাল ,আলু ও লবণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ফিংড়ী ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হত-দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপির সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্য সংকট নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আপনারা আতঙ্কিত না হয়ে বরং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করুন। খাদ্য নিয়ে ভাববেন না, আপনাদের বাড়ীতে খাদ্য পৌঁছে যাবে। তিনি বলেন, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হবে। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাষক ফিরোজ আহম্মেদ টুটুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।