আশাশুনি

আশাশুনিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা

By daily satkhira

April 14, 2020

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি : সম্প্রতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূম) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর বাজার, বিছট বাজার, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার, কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও জনসচেতনতা এবং সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা লোকজনদের বাড়িতে গিয়ে লাল ফ্লাগ টানানো হয়েছে কিনা এবং হোম কোয়ারেন্টাইনে আছে কিনা নিশ্চিত করার জন্য গ্রাম পুলিশদের নির্দেশ প্রদান করেন। এসময় বিভিন্ন বাজারে সরকারি নির্দেশ অমান্য করা, বিনা কারণে ঘোরাঘুরি করা ও সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।