খেলা

সঙ্গীর অভাবে বঞ্চিত মিসবাহ

By Daily Satkhira

April 25, 2017

আগের দিনের ৪ উইকেটে ২০১ রান নিয়ে চতুর্থদিন ব্যাট করতে নামে পাকিস্তান।প্রথম উইকেট হিসেবে আগের দিন ৫ রানে অপরাজিত থাকা আসাদ শফিক ফেরেন ২২ রান করে। তবে ৭০ বলে দ্রুত ৫৪ রান করে ক্যারিবীয়দের দেনা শােধে সাহায্য করেন উইকেটকিপার ব্যাটসম্যান সফরফারজ আহমেদ।

অপরপ্রান্তে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দিকে ভালভাবেই ছুটছিলেন মিসবাহ। কিন্তু সরফরাজ ফেরার পর ক্রিজে থিতু হতে পারেননি আর কেউই। ফলে সঙ্গীর অভাবে ১ রানের আক্ষেপ নিয়ে ৯৯ রানে অপরাজিত থাকতে হয় মিসবাহকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ১২১ রানের লিড নিয়ে পাকিস্তান অলআউট হয় ৪০৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে আমির ঝড়ের পর দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ’র ঘূর্ণিপাকে পড়েছে ক্যারিবীয়রা। ৯৩ রান তুলতেই প্রথমসারির চার ব্যাটসম্যান সাজঘরমুখী। চারজনকেই ঘরের ফেরার রাস্তা ধরিয়েছেন ইয়াসির। পাকিস্তান ইনিংস থেকে এখনও ২৮ রানের দেনা স্বাগতিকরা। খেলার বাকি রয়েছে পঞ্চম ও শেষ দিনের পুরো সময়।