সাতক্ষীরা

নিয়ম বহির্র্ভূতভাবে টোল আদায়ের চেষ্টা ॥ ক্রেতা সংকটে বিনেরপোতা বাজার

By daily satkhira

April 15, 2020

নিজস্ব প্রতিনিধি : নিয়ম বর্হিভূতভাবে খাজনা দাবি করায় ক্রেতা সংকটে পড়েছেন বিনেরপোতা হাট-বাজারের ব্যবসায়ীরা। আড়তে মাছ থাকলেও কোন ক্রেতা মাছ ক্রয় করতে রাজি হচ্ছে না। তাদের দাবি জেলার কোন বাজারে ক্রেতাকে খাজনা (টোল) দেওয়া লাগে না। মাছ বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী মাছ বাজারের বিক্রেতাদের কাছ থেকে খাজনা আদায় করবে ইজারাদার। কিন্তু বর্তমান ইজাদার কর্তৃপক্ষ আশিক এন্টারপ্রাইজ নিয়ম বর্হিভূতভাবে ক্রেতার কাছ থেকে প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা হারে খাজনা দাবি করেন। ইতোমধ্যে খাজনা আদায়ও করেছেন তারা। এঘটনায় ক্রেতারা বিনেরপোতা মাছ বাজার থেকে মাছ ক্রয় করা বন্ধ করে দিয়েছেন। জম জমাট পূর্ণ বাজারটি ক্রেতা শূণ্য হয়ে পড়েছে। এতে করে ব্যবসায়ীদের আড়তে প্রচুর মাছ উঠলেও ক্রেতা সংকটে ক্ষতির সম্মুখিন হচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানিয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে মাত্র কয়েকদিন পূর্বে। কিন্তু ক্রেতার কাছেও খাজনা দাবি করা হয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। আমি খোজ নিয়ে দেখবো। হাট-বাজারটির ইজারাদার আশিক এন্টার প্রাইজের মালিক আল ফেরদৌস আলফার ব্যবহৃত মোবাইল নাম্বারে বুধবার বিকাল ৫টায় কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।