সাতক্ষীরা

জেলার প্রশাসনিক প্রধানদের বিবিসি’র পক্ষে পিপিই প্রদান

By daily satkhira

April 15, 2020

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসের সংক্রামনে কিছুতেই থামছেনা মৃত্যুর মিছিল। বিশে^র উন্নত দেশগুলো পর্যন্ত এই ভাইরাসের আক্রমনে দিশেহারা। আমাদের দেশেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে পিপিই একটি অন্যতম প্রয়োজনীয় উপাদন। আর এই করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সাতক্ষীরা জেলার প্রশাসনিক প্রধান কর্মকর্তাদের সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহমুদুল আলম বিবিসির পক্ষে পিপিই প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে হত ৯এপ্রিল থেকে আজ ১৫ই এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, ডি এস বি শাখার এএসপি সাইফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম, সার্কেল এসপি মীর্জা সালাউদ্দীন, র‌্যব-৬ সাতক্ষীরার সিও সিনিয়ার এসএসপি বজলুর রশিদ, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের টি আই হারুন আর রশিদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা, কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্য দেলোয়ার হুসেন সহ অন্যান্য কর্মকর্তাদের মাঝে ৩০ পিস পিপিই প্রদান করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে মাহমুদুল আলম বিবিসি বলেন, বর্তমান সময়ে মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আমি আমার পক্ষ থেকে তাদের জন্য সব থেকে ভাল পিপিই দেয়ার চেষ্টা কেরেছি। আশাকরি এটি ব্যবহার করে তারা মানুষের জন্য আরও ভাল ভাবে কাজ করতে পারবে। আগামীতেও আমার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যহত থাকবে।