দেবহাটা

দেবহাটায় করোনা প্রতিরোধে ত্রাণ ও স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময়

By daily satkhira

April 15, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলায় করোনা প্রতিরোধে ত্রাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক দূরত্ব বিষয়ক এক মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যানর সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিব ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনা প্রতিরোধে ত্রান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।