ডেস্ক রিপোর্ট : করোনা সঙ্কটে কর্মহীন অসহায় নিরন্ন মানুষদের ঘরে ঘরে এবার খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সাতক্ষীরার জনপ্রিয়তম নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা। ১৪ এপ্রিল বুধবার থেকে প্রতিদিন দুপুরে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৪৫০ পরিবারের বাড়িতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এ খাবার পৌছে দেওয়া হচ্ছে। এর আগে করোনা পরিস্থিতে নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে কর্মহীন ২শ পরিবারকে রান্না করা খাবার ১১ এপ্রিল পর্যন্ত সরবরাহের সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। কর্মসূচিতে প্রশংসা পাওয়ায় এবং অসহায় পরিবারগুলোর বিশেষ চাহিদা থাকায় ক্রান্বয়ে পরিবারের সংখ্যা বাড়িয়ে প্রায় ৪৫০ পরিবারকে খাদ্য সরবরাহ করা হয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে। নাগরিক আন্দোলন মঞ্চ এ কর্মসূচি বন্ধ করে দিলে ১৩ এপ্রিলের পরে পরিবারগুলোর নির্ভরশীলতা বিবেচনায় নিয়ে সাতক্ষীরার জনপ্রিয়তম নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা পরিবার এগিয়ে আসে। নিউজ পোর্টালটির সম্পাদক হাফিজুর রহমান মাসুম একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছে- আপনি/আপনার পরিচিত কোন অসহায় ব্যক্তি বিশেষ করে বৃদ্ধ, বিধবা/অসহায় নারী, প্রতিবন্ধী ব্যক্তি যারা কোন প্রকার সরকারি-বেসরকারি সহায়তা পচ্ছেন না- এমন কেউ থেকে থাকলে ০১৭৪৬-৫৪৫১১৯ নাম্বারে মোবাইল ফোনে বা ফেসবুক মেসেঞ্জারে অথবা ডেইলি সাতক্ষীরা পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অসহায় ব্যক্তির নাম, পরিচয়, তথ্য গোপন রাখা হবে এবং খাবার তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে। এছাড়া উক্ত কর্মসূচিতে যে কেউ নগদ অর্থ বা চাল, ডাল, পেঁয়াজ, মাংস/ডিমসহ দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্য করতে পারেন। সাহায্য করতে চাইলে ব্যাংক হিসাব ডেইলি সাতক্ষীরা, হিসাব নং- ০০২৮১১১০০৬৩২৯, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ, সাতক্ষীরা শাখা অথবা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা, হিসাব নম্বর: 0100212645774, জনতা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা কর্পোরেট শাখা, সাতক্ষীরায় আর্থিক সাহায্য পাঠানো যাবে। এছাড়াও ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ০১৭৪৬-৫৪৫১১৯৫(রকেট নাম্বার) অথবা ০১৯১৫-৭৩৯৪৮৮(বিকাশ, পার্সোনাল) নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন।