খেলা

চাকরি যাচ্ছে জিদানের, বিকল্পও তৈরি

By Daily Satkhira

April 25, 2017

দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে দুরন্ত শুরুর পরও বার্নাব্যুতে নিজের ভবিষ্যত নিশ্চিত দেখছিলেন না জিনেদিন জিদান। সাবেক ফরাসি তারকার সেই আশঙ্কার কথাই যেন ফল হিসেবে ফলতে যাচ্ছে। চাকরি যাচ্ছে জিদানের বিশ্ব ফুটবলের বাতাসে এমন সংবাদই ভাসছে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর আশঙ্কাটা আরও গাঢ় হয়েছে। এমনও শোনা যাচ্ছে চাকরিটাই খােয়াতে চলেছেন জিদান। দুটি স্প্যানিশ ক্রীড়া দৈনিক তেমনটাই জানাচ্ছেন।

ক্লাসিকো হারের পর জিদানের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করছে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া পত্রিকাগুলো।বিশেষ করে ইনজুরি আক্রান্ত বেলকে খেলানোর বিষয়টি নিয়ে।

সমালোচনায় সবর মিডিয়াগুলোর মধ্যে রয়েছে মাদ্রিদের প্রভাবশালী পত্রিকা মার্কা ও এস। রিয়াল যদি শিরোপাহীনভাবে মৌসুম শেষ করে তাহলে জিদানের বিকল্পের কথাও জানাচ্ছে তারা।

মার্কা একটু নরম হলেও এস জিদানের বিকল্পের নাম জানিয়ে দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রিয়াল শিরোপাহীনভাবে মৌসুম শেষ করলে ফরাসি কোচের স্থলাভিত্তিক হবেন জার্মান জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ জােয়াকিম লো।

জার্মান দলের সঙ্গে লোর চুক্তি ২০২০ ইউরো পর্যন্ত রয়েছে। তবে এস বলছে, দুপক্ষের (রিয়াল-লো) ঠিকঠাক কথা হলে ছেড়ে আসবেন তিনি।

লো ছাড়াও জিদানের জায়গায় আরও দুইজন বিকল্প কোচের নাম যাচ্ছে। এর একজন চেলসির ইতালিয়ান কোচ অ্যান্থনিও কন্তে। আর অপরজন টটেনহ্যাম হটস্পাসের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোও।