জাতীয়

আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি -প্রধানমন্ত্রী

By Daily Satkhira

April 16, 2020

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তারপরও আর কেউ প্রাণ হারান আমরা চাই না। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের নিতে হবে। মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অমানুষ হয়ে পড়ে। সামান্য জ্বর-কাশি হলে স্বামী-সন্তান মিলে নারীকে জঙ্গলে ফেলে আসা হয়েছে। অসুস্থ হলে ঘর থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? অসুস্থ হলে পরীক্ষা করান। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে চলেন। বাংলাদেশের মানুষের তো এমন অমানবিক হওয়ার কথা না।

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এমন দুর্যোগে গৃহবন্দীদের আমরা সহায়তা দিচ্ছি। কিন্তু সাহায্যের মধ্যে কেউ থাবা দিক আমরা চাই না। যারা এটা করছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো অনিয়ম বরদাশত করবো না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। ১১ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে, ৪০ জনকে সাজা পেয়েছে।