সাতক্ষীরা

সরকারি সহায়তা না পাওয়ায় সাতক্ষীরায় সড়কপথ অবরোধ

By daily satkhira

April 16, 2020

 নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি সহায়তা না পাওয়ায় সড়কপথ অবরোধ করেছে গৃহ বন্দি শতাধিক অসহায় দরিদ্র পরিবার। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সড়কপথ অবরোধ করে সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর এলাকার শত শত মানুষ। পুলিশের দেওয়া ত্রাণের আশ^াসে ঘরে ফিরে যান তারা। আন্দোলরত এলাকাবাসী জানান, সরকার এই দুর্যোগ কালিন সময়ে পর্যাপ্ত ত্রান সহায়তার ঘোষণা দিলেও এত দিনে আমরা এখনও কোনো সরকারি সহায়তা পাইনি আমরা দিন আনা দিন খাওয়া মানুষ বাহিরে যেতে পারিনা ভ্যান-রিক্সা চালাতে পারিনা। কাজ করতে যেতে পারিনা। তবে না খেয়ে আর কত দিন ঘরে বসে থাকবো। স্ত্রী- সন্তান নিয়ে না খেয়ে দিনাতিপাত করছি। যে কারণে এই করোনা মহামারি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আন্দোলনকারীদের পক্ষে বাঁকাল এলাকার আশরাফুল ইসলাম বলেন, আমরা কোন মেম্বর-চেয়ারম্যানের কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে চায় না। সেনাবাহিনীর মাধ্যমে আমাদের ত্রাণ পৌছে দেওয়া হোক। তাহলে সকলেই সুষ্ঠুভাবে ত্রাণ পাবে। সাতক্ষীরা সদরথানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, অবরোধ ঠিক না। ত্রাণ না পেয়ে তারা মানববন্ধন মত করার চেষ্টা করছিল। খবর পেয়ে ত্রাণ ঘরে পৌছে দেওয়ার আশ^াসে তারা ঘরে ফিরে যান।