সাতক্ষীরা

ব্যাংদহায় এন আই যুব ফাউন্ডেশনের ত্রান বিতরণ

By daily satkhira

April 16, 2020

আবু ছালেক : বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত এন আই যুব ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, ফিংড়ীর কৃতি সন্তান, আলহাজ্ব মো: নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান,এন আই যুব ফাউন্ডেশনেরর সভাপতি শেখ মনিরুল হোসেন মাছুম,ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন,প্রভাষক এস এম ফিরোজ আহম্মেদ টুটুল,সঞ্জয় কুমার দাশ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক, এ ডি এস প্রেস ক্লাবের সহ সভাপতি মেজবাহ উদ্দীন টপি, যুগ্ন আহবায়ক শেখ আজমির হোসেন বাবু,ঈসমাইল হোসেন সহ এন আই যুব ফাউন্ডেশনের সদস্য বৃন্দ সহ স্হানিয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, ১৭০ জন গরিব অসহায়দের মধ্যে চাউল,ডাউল,আলু,ও লবন বিতরন করা হয়। করোনা ভাইরাস উপলক্ষে এ ত্রান বিতরন করা হয়,ত্রান বিতরন কালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান,  আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেন সম্প্রতিকালে COVID-19 এর প্রকোপে সমগ্র বিশ্ব আজ থমকে গেছে। অদৃশ্য এক জীবানুর আক্রমন থেকে নিজেকে এবং আপনজনদের রক্ষা করতে সকলেই আজ উদ্বিগ্ন! তীব্র ছোঁয়াচে এই জীবাণুর সংক্রমন এড়ানোর একটি কার্যকরী উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, পৃথিবীর একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের আশায় আমাদের এই ত্যাগ যেনো সবার মঙ্গল বয়ে আনে, এই প্রত্যাশায় সকলের উচিত অত্যন্ত সতর্কতার সাথে এই বিপজ্জনক সময়টি পার করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা। সেই প্রত্যয়ে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সচেতনতা অবলম্বনই হোক আমাদের অঙ্গীকার। সাথে সাথে স্বাস্হ্য সম্মত খাদ্য গ্রহন করতে হবে,নিজেরা ঘরে থাকতে হবে,অন্যদের সহযোগিতা করতে হবে,মনে রাখতে হবে আমরা সকলে ঘরে থাকব,করোনা ভাইরাস থাকবে দুরে, জনসচেতনতায় সকলকে কাজ করার আহবান করেন, সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে, আমরা সরকারের সকল নিয়ম মেনে চলব এটাই হোক আমাদের শপত।এ ছাড়া তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বদা সার্বিক সহযোগিতা করার আশ্বাষ দেন।