কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৩ হাজার ১‘শ ৫৫ টাকা অর্থদ- করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন ২৫টি অভিযানে ভ্রাম্যমান আদালাত পরিচালনা করেন। নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়, গত মাসের ১৮ তারিখ থেকে এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট, বাজারে মুদি ব্যবসায়িরা নিত্য প্রয়েজনীয় দ্রব্য মূল্যের দাম বেশী নেওয়া, সামাজিক দূরত্ব না মানা, অপ্রয়োজনে মোটর সাইকেলে ঘোরাঘুরি, একজনের অধিক ব্যাক্তি নিয়ে চলাচল ও অবৈধ ইটপাঁজা পোড়ানো অপরাধে ৫৫টি মামলার মাধ্যমে দুই লাখ ৫৩ হাজার ১‘শ ৫৫ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দৃষ্টিপাতকে বলেন, মরনব্যাধি করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।