সাতক্ষীরা

সুরক্ষা সামগ্রী বিতরণ করলো সাতক্ষীরা জেলা রোভার স্কাউট

By daily satkhira

April 17, 2020

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় করোনা থেকে বাঁচার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মুনজিতপুরস্থ জেলা রোভার স্কাউটটের অস্থায়ী কার্যালয় থেকে রোভার স্কাউটদের মাধ্যমে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, জেলা স্কাউটদের সম্পাদক পল্টু বাশার, স্কাউট লিডার ঈদুজ্জামান ইদ্রিস, জেলা রোভার নেতা প্রতিনিধি অঙ্কর কুমার মন্ডল, ভালুকা চাদঁপুর ডিগ্রি কলেজ, কাজী আব্দুস সবুর, রোভার নেতা মঈনুর রহমান মঈন, মোস্তাফিজুর রহমান, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী ইসলাম, রোভার মেট উর্মি ইসলাম, সিটি কলেজের সিনিয়র রোভার মেট উজ্জ্বল মোল্যা, বাদশা ফয়সাল, সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আমিনুর রহমান, সাইদুজ্জামান প্রান্ত, সাগর মন্ডল, দিবা নৈশ কলেজের সিনিয়র রোভার মেট কর্ন বিশ^াস, দিনেশ সরকার, রিয়াজুল ইসলাম, হেলাল উদ্দীন প্রমুখ। জেলার ৭ উপজেলায় রোভার স্কাউটরা করোনায় সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ করেন।