কালিগঞ্জ

কাটার মাস্টার মোস্তাফিজ এর কোরবানির গরু

By Daily Satkhira

September 11, 2016

নিজস্ব প্রতিবেদক: ছায়াঢাকা তরুতলে নিজ বাড়িতে বেশ আয়েশেই দিন কাটছে কাটার-মাস্টার মোস্তাফিজুর রহমানের। সেই সঙ্গে চলছে ঈদুল আজহার প্রস্তুতি। কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাড়িতে ভিড় জমছে সেই আগের মতোই। কিন্তু ছবিতে পোজ দেওয়া, ছবি তোলা, সেলফি সব কিছুকেই এড়িয়ে চলছেন মোস্তাফিজ। এমনকি পরিবারের বাইরে কারো সঙ্গে তেমন মেলামেশাও করছেন না। ভালোয় ভালোয় দিনগুলো কেটে গেলেই হয়। আগামিকাল মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা। তার জন্যও প্রস্তুত রয়েছে কোরবানির গরু। মোস্তাফিজ এবার গরু কোরবানি দেবেন। মোস্তাফিজের ভাই মোকলেছুর রহমান পল্টু বলেন, ‘দুই লাখ টাকা দিয়ে নেপালি জাতের লাল গরু কিনেছি। এখন কোরবানির মুহূর্তের অপেক্ষা করছি।’ চাচাতো ভাইয়ের মৃত্যুর কারণে গত ঈদুল ফিতরের সব আনন্দ ফিকে হয়ে গিয়েছিল মোস্তাফিজের। সে ব্যথা তো আছেই মনে, এবার সেই ব্যথাকে জয় করে ‘ফিজ’ কোরবানির ত্যাগের মহিমায় ভাস্বর হতে চান। তাই আগেভাগে চলে এসেছেন বাড়িতে। এখন পালা ক্ষণ গণনার। বাড়ির পাশেই ঈদগাহ। সেখানেই তিনি ঈদের জামাতে শরিক হবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।