দেশের খবর: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তদের ৮০% রোগীর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্তের ৮০ পারসেন্টের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সাপোর্ট ও কিছু ওষুধ লাগতে পারে।
মন্ত্রীর এই মন্তব্যের পর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও বলেন, আক্রান্তদের শতকরা ৩২ ভাগের হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল না। বিভিন্ন কারণে তাদের হাসপাতালে যেতে হয়।
আইইডিসিআর পরিচালক ব্যাখ্যা দিয়ে বলেন, সামাজিক কারণে তারা বাড়িতে থাকতে পারেন না বলে হাসপাতালে যেতে হয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে পারেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাতে উৎসাহ দিয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই ওই রোগীকে স্ট্রিকটলি থাকতে হবে। কারও সঙ্গে মিলামিশা করা যাবে না।