সাতক্ষীরা

সাতক্ষীরায় ৩ হাজার ৫৩৬ জন হোম কোয়ারেন্টাইনে ॥ ১৯৯ জনের নমুনা সংগ্রহ

By daily satkhira

April 18, 2020

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ২২৫ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৩ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ২১ জন। এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ২৮ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ##