নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় শহরের পলাশপোলস্থ (মুক্তিযোদ্ধা মার্কেট সড়কে) নিজস্ব কার্যালয়ে সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সামাজিক দুরত্ব বজার রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক বাবুল আক্তার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল হক, সদস্য আব্দুল হামিদ সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ৬০ জন শ্রমিককে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান অঅসাদুজ্জামান বাবু বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে প্রচুর শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া সব কিছু বন্ধ। যার ফলে শ্রমিকরা আজ অসহায় জীবন যাপন করছে। কিন্তু সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের এ অসাধারন উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। কারণ অনেকে যা পারেনি রং পালিশ শ্রমিক ইউনিয়ন তা করে দেখাচ্ছে। তারা তাদের নিজস্ব অর্থায়নে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের ত্রাণ বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এজন্য শুধু রং পালিশ শ্রমিক নয়, সকল ধরনের মানুষদের এ উদ্যোগ নিয়ে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।