কালিগঞ্জ

কালিগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিমিয়

By daily satkhira

April 19, 2020

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে কোভিট-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের থাকা ত্রাণ কার্যক্রম মনিটরিংসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে তারই সভা কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করায় তাদেরকে ধন্যবাদ জানান। এসময় তিনি জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম তুলে ধরে বলেন, আমাদের কে আরও ১০ দিন ঘরে থাকতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কঠিন দূর্যোগ মোকাবেলা করতে হবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী রাখার জন্য পরিকল্পনা মাফিক এগুতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন সেটি ভালো দিক। কিন্তু কিছু কিছু অনলাইন সোশ্যাল মিডিয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভ্রান্তিমূলক সংবাদ তুলে ধরছেন। এটি ঠিক নয়, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন। ত্রাণ নিয়ে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে লিখুন। আপনাদের লেখার ভিত্তিতে যদি কোন ব্যক্তি এই কাজের সাথে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো। অযথা কারো মান সম্মান নষ্ট করবেন না, মোবাইলের ফেসবুকে ছবি তুলে বিভ্রান্তি ছড়াবেন না। এ ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন আমরা সবাই এই দূর্যোগ মুহুর্ত্বে জীবন বাজি রেখে কাজ করছি। বিশেষ করে চিকিৎসকরা জীবনের মায়া ত্যাগ করে সর্বক্ষণ সেবা দিচ্ছেন। কোথাও কোন ত্রাণ কম পড়লে সেটা লিখুন ত্রাণ আরো বেশি করে ত্রাণ নিয়ে আসবো। খাদ্য বান্ধব কর্মসূচি চলবে সাথে মনিটরিং করা হচ্ছে। যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সূধি ব্যক্তিদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শিক্ষা অফিসার শামছুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আমল কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম, আজিজুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, আজিজুর রহমান পাড়, শেখ এবাদুল ইসলাম, আশরাফুল হোসেন খোকন, মোজাম্মেল হক গাইন, মিজানুর রহমান, প্রশান্ত সরকার, শেখ রিয়াজ উদ্দিন, আকলিমা খাতুন, সংরক্ষিত সদস্য মৌসুমী পারভীন প্রমুখ। মতবিনিময় সভা শেষে অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী হ্যান্ড ওয়াশ ফ্যাসিলিটেটর উদ্বোধন করেন। সেখান থেকে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে খোঁজ খবর নেন।