সাতক্ষীরা

সাতক্ষীরার বাঁশদহে ইরি ধানের বাম্পার ফলন

By daily satkhira

April 21, 2020

জুলফিকার আলী: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ইরি ধানের বাম্পার ফলন হয়েছে| মাঠে মাঠে সবুজের সমারোহে ভরে উঠেছে ইরি ধানের মাঠ |ফসলের মাঠে যেন এখন সবুজের বিছানা | যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চতুর্দিকে এক নয়নাভিরাম দৃশ্য| কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ|ইরি ধানের বাম্পার ফলনে ফলিত হওয়ায় কৃষকের মুখে ভরে উঠেছে অফুরন্ত হাসি |সরজমিনে যেয়ে দেখা যাায়,হাওয়ালখালী,পাঁচরখী,ভুবানীপুর,তলুইগাছা,আইচপারা,কামারবায়সা ও রেইউ মাঠে ইরি ধানে ভরপুর|তবে গত বছরের তুলনায় আবহাওয়া অনুকুলে থাকায় অনেক পতিত জমিতে ও অধিক ফলন হয়েছে|এ বিষয়ে বাঁশদহা ইউনিয়ন ব্লক সুপার ভাইজার উত্তম কুমার শাহ তার কাছে জানতে চাইলে তিনি ডেইলি সাতক্ষীরাকে বলেন,তেরশত হেক্টর জমিতে ইরি ধানের চাষাবাদ করা হয়েছে|তবে গত বছরের তুলনায় ফলন বেশ ভাল হয়েছে|কয়েক জন কৃষক খলিলুর রহমান, জাকির ও শাহাদাৎ শেখ তাদের কাছে জানতে চাইলে তারা বলেন,ভাই ইরি ধানের ফলনতো ভাল|তবে শিলা বৃষ্টি ও ঘূণীঝডেের প্রভাব যদি না পরে তাহলে ভালভাবে ইরি ধানের ফসল ঘরে তুলতে পারবো|