সাতক্ষীরা

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

By daily satkhira

April 21, 2020

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি নিয়ে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি নিত্যনন্দ সরকার, সিনিয়র সদস্য সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অর্থ সম্পাদক স ম তুহিন, প্রচার সম্পাদক আমির হোসেন খান চৌধুরি, আইন সম্পাদক এড. ইকবাল লোদী, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আমার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাতক্ষীরা জেলার সাথে ও অন্যান্য জেলার জন ও যানযান চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন ব্যাপকভাবে করোনা সংক্রমিত নারায়নগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে শত শত শ্রমিক সাতক্ষীরায় প্রবেশ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে জন ও যানযান চলাচলে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তা কঠোরভাবে বাস্তবায়ন করা। সাতক্ষীরায় প্রবেশ করা ইটভাটা শ্রমিকদের বার্ধ্যতা মূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইন নিশ্চিত করা। কোয়ারেন্টইনে থাকা প্রত্যেকের করোনা পরীক্ষা নিশ্চিত করা এবং তাদের কেউ পরিবার কারো সংস্পর্শে গেলে তাদেরও পরীক্ষা করা। জরুরি ভিত্তিতে সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপন করা। ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখিত বিষয়ে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে (আজ) বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সাতক্ষীরার নাগরিকবৃন্দ ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হয়ে মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানানো হয়।

২১.০৪.২০২০