জাতীয়

সাধারণ ছুটি আরো বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশ

By Daily Satkhira

April 22, 2020

দেশের খবর: চলমান ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে আজ বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আজ ছুটির বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত জানানো হবে। ছুটি বাড়ানোর সঙ্গে নতুন করে কিছু নির্দেশনাও যোগ করা হবে প্রজ্ঞাপনে। জানা গেছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার চতুর্থ দফা ছুটি বাড়ানো হচ্ছে।