মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলায় “ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন পূর্বক সাতক্ষীরা জেলাকে ভিক্ষুকমুক্তকরণে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় বিশ্বের দরবারে পরিচিতি লাভে প্রথম টার্গেট দেশকে ভিক্ষুক মুক্তকরণ। তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে সাতক্ষীরা জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, অনুষ্ঠানে ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য ২০টি ভ্যান, ২০টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল।