কালিগঞ্জ

কালীগঞ্জে রাস্তা সংস্কারে ইউএনও’র নির্দেশ অমান্যের অভিযোগ

By daily satkhira

April 22, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ঘোষখালি মাছের সেট থেকে উত্তর শ্রীপুর বাজার পর্যন্ত ইট সোলিং এর রাস্তাটি মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ছবিলার রহমানের ভাটার ইট বহনকারি ট্রলী চলাচলের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ না মেনে চলছে সংস্কারের কাজ। সরেজমিনে বুধবার সকালে উত্তর শ্রীপুর গ্রামে গেলে রজব আলী, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেনসহ কয়েকজন জানান, ১৯৯৬ সালে শেখ দিদারুল ইসলাম দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান থাকাকালিন ঘোষখালি থেকে উত্তর শ্রীপুর বাজারের দিকে রাস্তাটি ইট সোলিং এর কাজ শুরু হয়। কয়েক বছর ধরে কয়েকটি কিস্তিতে প্রায় দু’ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শেষ হয়। সম্প্রতি ইউপি সদস্য ছবিলার রহমান ঘোজাডাঙা মদিনা দরগায় তার ভাটার ইট ট্রলীতে করে নিয়ে বিভিন্ন স্থান বিক্রি করেন। ফলে ইট ভর্তি ট্রলীর চাপে রাস্তার ইট ভেঙে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি গত শনিবার সরেজমিনে ওই রাস্তা পরিদর্শণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ওই রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ নিজ ভাটার ইট দিয়ে খোয়া বানিয়ে বালির সঙ্গে মিশিয়ে সংস্কার করে দেওয়ার জন্য ছবিলার রহমানকে নির্দেশ দেন। রাস্তার কাজ তদারকির জন্য তার সঙ্গে থাকা ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারকে দায়িত্ব দেন। অভিযোগ, ইউপি সদস্য ছবিলার রহমান নিজের ভাটার ইট না এনে রাস্তার একপ্রান্ত থেকে সোলিং এর ইট তুলে অন্য প্রান্তে নিয়ে খোয়া বানিয়ে রাস্তায় ফেলছেন। এতে আগামিতে নতুন রাস্তা করার সময় পুরাতন ইটের টাকা থেকে সরকার বঞ্চিত হবে। তবে রাস্তায় ইট ভাঙার কাজে ব্যস্ত থাকা শ্রমিক উত্তর শ্রীপুর গ্রামের বাকের মোড়ল, আক্তার মোড়ল, মনিরুল গাজী ও ছবিল পাড় বলেন, আল মামুনের বাড়ির সামনে যেখানে তারা কাজ করছেন সেখানে কোন ইট সোলিং ছিল না। ভেঙে যাওয়া ইট কে বা কারা তুলে নিয়ে গেছে। মেম্বরের পাঠানো ইট ভেঙে খোয়া বানাচ্ছেন তারা। বালির সঙ্গে খোয়া মিশিয়ে রাস্তায় দেওয়া হবে। ইউপি সদস্য ছবিলার রহমান বলেন, তার, গোবিন্দকাটি শিবপদ সরকারসহ তিনজনের ভাটার ইট ঘোষখালি মাসের সেটের সামনে দিয়ে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে ওই রাস্তার কিছু অংশ ক্ষতি হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ি নিজের ভাটার ইট দিয়ে ওই রাস্তা সংস্কার করছেন তিনি। রাস্তার সোলিং এর ইট তুলে ভাঙার কথা অস্বীকার করেই তিনি বলেন, ইউপি চেয়ারম্যান বিষয়টি তদারকি করছেন। বিগত নির্বাচনে হেরে যেয়ে তার প্রতিপক্ষ আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যাচার করছেন। দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যানর প্রশান্ত সরকার বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, গত রোববার থেকে এক সপ্তাহের মধ্যে ছবিলার রহমানের নিজ ভাটার ইট দিয়ে চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার করার কথা। রাস্তার ইট তুলে ভেঙে রাস্তায় ব্যবহার করা হচ্ছে এটা তার জানা নেই। অভিযোগ সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি এলজিইিডিকে জানানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন, ঘোষখালি থেকে উত্তর শ্রীপুর রাস্তাটি কমপক্ষে ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বানানো। নিয়ম অনুযায়ি ১০ বছরের বেশি সময় ওই রাস্তা ভাল থাকার কথা নয়। যে কোন কারণে ওই রাস্তা সরকারিভাবে সংস্কার করা সম্ভব হয়নি। তবে রাস্তার কিছু অংশ ইউপি সদস্য ছবিলার রহমানের ভাটার ইট বহনের ফলে নষ্ট হয়েছে এমন অভিযোগ ওঠায় নিজ ভাটার ইটের খোয়া ও বালি দিয়ে ওই অংশটুকু সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার কাজ দেখে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যা কে বলা হয়েছে। রাস্তার ইট তুলে ভেঙে ব্যবহার করার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।