তালা

তালায় মেশিন দিয়ে ধান কাটা উৎসব উদ্বোধন

By daily satkhira

April 22, 2020

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে আনুষ্ঠানিক ভাবে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর মাঠে উক্ত ধান কর্তনের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দীন, সাতক্ষীরা কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়র হারুন অর রশিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইকোকেপন লিঃ এর যশোরের টেরিটরি ম্যানেজার মোঃ আশিকুর রহমান, ইসাভেচিং ইঞ্জিনিয়র মোঃ আলমগীর হোসেন, টেরিটরি অফিসার মোঃ ফারুখ আহমেদ ও কৃষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। তালার শিবপুর মাঠে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান। কম্পাইন হারভেস্টার মেশিন উন্নয়ন সহায়তায় কৃষক মজিবুর রহমান। যার মূল্য ২৯ লাখ ৫ হাজার টাকা সরকার ভর্তুকি দিয়ে ১৪ লাখ টাকা । উল্লেখ্য, এ বছর তালা উপজেলায় ইরি-বোরো জমি আবাদ হয়েছে ১৯০৫০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা পার হেক্টর জমিতে ফলন হবে ৫.৫০ টন ধরা হয়েছে।