দেবহাটা

দেবহাটা উপজেলায় ইরি ধানের বাম্পার ফলন

By daily satkhira

April 22, 2020

দেবহাটা ‌ব্যুরো : দেবহাটা উপজেলায় ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে সবুজের সমারোহে ভরে উঠেছে ইরি ধানের মাঠ ফসলের মাঠে যেন এখন সবুজের বিছানা। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চতুর্দিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ। ইরি ধানের বাম্পার ফলনে ফলিত হওয়ায় কৃষকের মুখে ভরে উঠেছে অফুরন্ত হাসি। সরজমিনে যেয়ে দেখা যায়, চন্ডিপুর, কাজিমহল্লা চিনেডাঙ্গা সখিপুর, চকমোহাম্মদআলিপুর কোড়া,মাঘরি, নওয়াপাড়া সুশিলগাতি, কুলিয়া , দেবহাটা , মাঝসখিপুর মাঠে ইরি ধানে ভরপুর। তবে গত বছরের তুলনায় আবহাওয়া অনুকুলে থাকায় অনেক পতিত জমিতে ও অধিক ফলন হয়েছে।এ বিষয়ে দেবহাটা উপজেলার কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক কে এম রেজাউল করিমকে বলেন,১৮০০০ হেক্টর জমিতে হাইব্রিগেড ও ৪২০৩০ হেক্টর জমিতে উফসি চাষাবাদ করা হয়েছে। তবে গত বছরের তুলনায় ফলন বেশ ভাল হয়েছে। কয়েক জন কৃষক ওমর আলি , রবিউল ইসলাম, মিন্টু, সাইফুল ইসলাম আজিজুর হক আরিফ, তাদের কাছে জানতে চাইলে তারা বলেন,ভাই ইরি ধানের ফলনতো ভাল।তবে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব যদি না পরে তাহলে ভালভাবে ইরি ধানের ফসল ঘরে তুলতে পারবো ইনশাল্লাহ।