সাতক্ষীরা

লহ্মীঘটে জমানো টাকা ঘরে বসে আহার কর্মসূচিতে দিলো ৪ বছরের প্রকৃতি

By daily satkhira

April 23, 2020

নিজস্ব প্রতিনিধি : শেখ আনিশা আফরিন প্রকৃতি। বয়স চার বছর ১১ মাস। সুলতানপুর এলাকার হাসিনা পারভীন বর্ষা ও শেখ জালাল উদ্দীনের কন্যা। মাত্র ৪ বছরের শিশু হলেও করোনা পরিস্থিতিতে দেখিয়ে দিলো মানবতার উজ্জল দৃষ্টান্ত। তার এ মানবতায় মুগ্ধ হয়েছেন সাতক্ষীরার সর্বস্তরের মানুষ। এটুকু বয়সেই করোনায় অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের জন্য হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। আর এ কারণেই সে ভাবতে থাকে কিভাবে এ মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসা যায়। কিন্তু কিভাবে করবে সাহায্য! পিতার টানাপোড়েনের সংসার। অনেক ভেবেই খুজে পেল দুই-এক টাকা করে জমানো একটি লহ্মীঘট রয়েছে। ঘটটি ভেঙে যা টাকা হবে তা দিয়ে গরিব মানুষকে সহযোগিতা করার জন্য মায়ের কাছে বারবার আবদার করতে থাকে। মা এইটুকু শিশুর মহানুভবতায় মুগ্ধ হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কন্যার দাবি মেটাতে লহ্মীঘট ভেঙে দেখেন মাত্র ২ শ টাকা হয়েছে। এই সামান্য টাকা দিয়ে কিভাবে মানুষকে সাহায্য করবে ভেবে পাচ্ছিলেন না। সে কারণে নারী নেত্রী নাসরিন খান লিপির কাছে পরামর্শ চান। তিনি কথাটি শুনেই  আবেগে আপ্লুত হয়ে ভাবতে থাকেন মানুষকে সাহায্য করতে বেশি টাকার প্রয়োজন হয় না বয়স লাগেনা। তিনি টাকাটি  ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের মাধ্যমে প্রতিদিন ঘরে বসে খাবারের কর্মসূচিতে পাঠিয়ে দেন। এই ছোট্ট শিশুর মহানুভবতায় দাগ কেটেছে সচেতন মানুষের হৃদয়ে।