নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটায় সংখ্যালঘু কালিপদ চক্রবর্তীর ছেলে মুদি ব্যবসায়ী সুবোল চক্রবর্তীকে (৫০) প্রকাশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এছাড়া ভারতে তাড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করেছে দক্ষিণ নগরঘাটা গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র মোস্তাক(৩০)। ভয়ে ভিত হয়ে পড়েছে নগরঘাটার শত শত সংখ্যালঘু পরিবার। ভুক্তভুগী সুবোল চক্রবর্তী নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু কে জানালে সে তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নেওয়ায় পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩এপ্রিল২০ তারিখ সোমবার সুবোল চক্রবর্তী নগরঘাটার ত্রিশ মাইল সংলগ্ন মুদী ও ফলের দোকানে বিকাল ৪ টায় অবস্থান করছিলেন এ সময় কোন কারন ছাড়াই তার পাশের ফল ও মুদী দোকানদার নামক সন্ত্রাসী মোস্তাক তাকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে রাস্তায় ফেলে উপর্যপুরি পেটাতে থাকে আর বলতে থাকে সালা মালায়ন হয় কলেমা পড় তা না হলে ভারতে চলে যা। তাকে কিল ঘুসি মারতে মারতে এক পর্যায়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কেন তাকে মারা হলো এ বিষয়ে জানতে চাইলে সুবোল চক্রবর্তী বলেন, আমার দোকানে কেনা বেঁচা বেশি হওয়ায় এর আগেও সে কয়েকবার আমাকে মারধর করেছে আমার দোকানও ভাংচুর করেছে। আমি হিন্দু বলে আমার উপর হিংসাত্বক মনভাবাপন্ন হয়ে আমি যাতে দোকানদারী করতে না পারি সেজন্য সে কোন কারন ছাড়াই এমন ঘটনা প্রায়ই ঘটাই। সে কারনে আমি কোন উপায় না পেয়ে এলাকার প্রায়ই দুইশত মানুষের স্বাক্ষর নিয়ে পাটকেলঘাটা থানায় একটা অভিযোগ করেছি। অভিযোগের সত্যতা স্বীকার করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান অভিযোগের তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় এলাকার সুধী সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করেছে সাথে সাথে তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।