আন্তর্জাতিক

ইতালিতে মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৪৬৪ জন

By daily satkhira

April 24, 2020

অনলাইন ডেস্ক : যতই দিন যাচ্ছে, করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর মিছিল তত দীর্ঘ হচ্ছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় নাম লিখিয়েছেন আরও ৪৬৪ জন। গতকালও দেশটিতে মারা গিয়েছিলেন অন্তত ৪৩৭ জন। বৃহস্পতিবার ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৪৯ জন। মৃতের সংখ্যা বাড়লেও ইতালিতে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। এর আগের দিন দেশটিতে ৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মাত্র দুই মাসেই সেখানে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে ইতালি। এরচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনে। আর মৃতের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে তারা। গত ২৪ ঘণ্টায় ইতালিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় এক হাজার করোনা রোগী। বুধবারও দেশটিতে চিকিৎসাধীন রোগী ছিলেন ১ লাখ ৭ হাজার ৬৯৯ জন। বৃহস্পতিবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৮৪৮ জনে। বুধবার আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩৮৪ জন। বৃহস্পতিবার সেখান থেকে বের হয়েছেন অন্তত ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৫৭ হাজার ৫৭৬ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে, সিভিল প্রোটেকশন এজেন্সি প্রথমবারের মতো করোনা টেস্ট করা ব্যক্তির সংখ্যা প্রকাশ করেছে। ছয় কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৫ লাখ ৩০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে অনেকেরই দুই-তিনবার পরীক্ষা করায় মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ।