সাতক্ষীরা

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলী ও কৃষক খেতমজুর নেতৃবৃন্দের যৌথসভা

By daily satkhira

April 24, 2020

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মন্ডলী ও কৃষক খেতমজুর নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক কমরেড সাবীর হোসেন, প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার কর্তৃক আসন্ন বোরো ধানের ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। মূল্য নির্ধারণ করতে হবে। বর্গাচাষীদের উৎপাদিত ধান ক্রয় করতে হবে। বর্গাচাষীদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে। সভায় কৃষকদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আগামীকাল সাড়ে ৪টায় নগরঘাটা ইউনিয়নে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি