তালা

‘সিকান্দার আবু জাফর ছিলেন বাংলা সাহিত্যাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র’ – আবদুস সামাদ

By Daily Satkhira

April 26, 2017

নিজস্ব প্রতিবেদক : ‘সিকান্দার আবু জাফর ছিলেন বাংলা সাহিত্যাঙ্গনে এক উজ্জ¦ল নক্ষত্র। বাংলা সাহিত্যকে নানা ভাবে সমৃদ্ধ করেছে তার লিখনী। ‘সমকাল’ সাহিত্য আন্দোলনের তিনি ছিলেন প্রাণ পুরুষ। অ-সাম্প্রদাদিক ও আধুনিক দৃষ্টি চেতনায় ঋদ্ধ এই মানুষটি ছিলেন সৎ নির্ভিক ও প্রাণবন্ত।’ মঙ্গলবার বিকালে তালা উপজেলার তেঁতুলিয়ায় মাসব্যাপী কবি সিকান্দার আবু জাফর মেলা-২০১৭ এর সমাপনী ও পদক প্রদান অনষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কবির মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সকলে যেন জানতে পারে, কবি সিকান্দার আবু জাফর কি ছিলেন। তৎকালীন পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক চর্চার যে ধারা প্রবাহিত হয়, তিনি ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীন বাংলা সরকারের পক্ষ নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সাতক্ষীরা প্রেস কাবের সভাপতি আবুল কালাম আজাদ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ কবি মো. রফিকুল রশিদ ও ফারুক নেওয়াজকে সিকান্দার আবু জাফর পদক দেওয়া হয়। পরে সন্ধ্যায় একই মঞ্চে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।