দেবহাটা

দেবহাটায় ফোন দিয়ে বাড়ি বসেই ত্রাণ পেল অসহায় পরিবার

By daily satkhira

April 25, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় হটলাইন নম্বরে ফোন দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে বাড়িতে বসেই ত্রান পেল অসহায় পরিবার। শনিবার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশনায় উপজেলার সখিপুর ইউনিয়নের একটি বাড়িতে ঐ ত্রান সহায়তা পৌছে দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম। ঐ অসহায় পরিবারের পক্ষ থেকে ৩৩৩ হটলাইন নম্বরে ফোন করে করোনার প্রভাবে কর্মহীন মানুষদের কল্যানে ও জীবিকার প্রয়োজনে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া কোন ত্রান সহায়তা প্রশাসন বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঐ অসহায় পরিবারটিকে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়। হটলাইন নম্বর থেকে ম্যাসেজটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ইউএনও সাজিয়া আফরীন খোজ নিয়ে জানতে পারেন ঐ পরিবারটি এখনো পর্যন্ত কোন ত্রান সহায়তা পাননি। যার কারনে ইউএনও তাৎক্ষনিক সখিপুর ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল আলম ও উপজেলা প্রোগ্রাম অফিসার ইমরান হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা পৌছে দেয়ার নির্দেশনা দিলে ঐ দুই কর্মকর্তা শনিবার সকাল ১১ টার দিকে ঐ পরিবারকে ত্রান সহায়তা বাড়িতে গিয়ে দিয়ে আসেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ইউএনওর নির্দেশে ত্রান পৌছে দিতে গিয়ে তারা আরো ৪টি পরিবার পেয়েছেন, যারা এখনো পর্যন্ত কোন ত্রান সহায়তা পাননি। তাদেরকে অবিলম্বে ত্রান সহায়তা পৌছে দেয়া হবে বলে মঞ্জুরুল আলম জানিয়েছেন। এ বিষয়ে জানতে সংবাদটি লেখার সময় শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার ০১৭৭১-১১২২৪৫ সরকারী সেলফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।