সাতক্ষীরা

ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু’র জার্সি নিলাম সূচনা করলেন তমাল

By daily satkhira

April 25, 2020

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া এবং ক্ষতিগ্রস্থদের জন্য অনলাইনে জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়ব হাসান সামসুজ্জামান। সবচেয়ে বেশি আর্ন্তজাতিক ম্যাচ পরিচালনায় একমাত্র তাঁরই রেকর্ড আছে, যিনি আমাদের সাতক্ষীরার গর্ব। ২০১৩ সালে কাঠমান্ডুতে সাফ ফুটবলের ফাইনালে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচটি সুনিপুন হাতে তিনি পরিচালনা করেছিলেন। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সহযোগিতার লক্ষ্যে সেই ফাইনাল ম্যাচে ব্যবহৃত জার্সিটি আজ তিনি অনলাইনে নিলামে তুলেছেন। তিনি জানান, ‘আমি করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে চাই। এজন্য সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি এই নিলামে অংশ নেওয়ার জন্য। ইতোমধ্যে তানজিম কালাম তমাল ২ লক্ষ টাকায় নিলামের সূচনা করেছেন তুফান কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল। তিনি আরো বলেন, এটি আমার মূল্যবান একটি জার্সি। তবে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে জার্সিটি অনলাইনে নিলামে তোলা হবে। নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানাবেন বলে জানান তিনি।’ এবিষয়ে জানতে চাইলে তানজিম কালাম তমাল বলেন, ‘তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু ভাইয়ের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের আর্থিক সহযোগিতার জন্য এ নিলাম কার্যক্রমে অংশগ্রহন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম থেকেই পারিবারিকভাবে খাদ্য সহায়তা/আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। মানবতার কল্যাণে জার্সিটি নিলামে প্রতিদ্বদ্বিতা করার জন্য দেশ বিদেশের ব্যবসায়ি ক্রীড়া সংগঠকসহ যে কোনো আগ্রহী ব্যক্তিকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তানজিম কালাম তমাল আরো বলেন, করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির। এমন পরিস্থিতিতে এগিয়ে আসছেন দেশ বিদেশের অনেক খেলোয়াররা। যে যার অবস্থান থেকে অর্থ সংগ্রহে এগিয়ে আসছেন। অনেকে নিলামে তুলছেন নিজেদের জার্সি ব্যাটসহ জীবনের অনেক স্মরনীয় মূহুর্তের স্মারকগুলি। ঠিক এমনই সময় নিজের স্মরনীয় জার্সি নিলামে তোলার ঘোষনা দেন দেশের খ্যাতিমান সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার গর্ব তৈয়ব হাসান। তার এই চিন্তাকে সাধুবাদ জানাতে আমি প্রাথমিকভাবে এটি কিনতে রাজি হয়েছি। তবে তিনি আশা করেন নিলামে জার্সিটির মুল্য আরও বেশী হবে। এই নিলামে সকলকে অংশ গ্রহনের জন্য আহবান জানান তিনি। তৈয়ব হাসান সামসুজ্জামান এর রয়েছে বাংলাদেশের কোনো রেফারি হিসেবে সবচেয়ে বেশী আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার রেকর্ড। টানা ১০ বছর এএফসির এলিট প্যানেলেও ছিলেন তিনি। আন্তর্জাতিক রেফারি ছিলেন ১৯৯৯-২০১৬ সাল পর্যন্ত। দীর্ঘ ১৮ বছরে ১০০-এর বেশী আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি চ্যাম্পিয়নস লীগ, এএফসি কাপ, দুটি এশিয়ান গেমস, এএফসি বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড, সাফ, সাফ গেমসসহ অনেক ম্যাচ পরিচালনার বর্নাঢ্য অভিজ্ঞতা রয়েছে তার। ফিফা রেফারী হিসেবে তিনি ৪০টির মত দেশে খেলা পরিচালনা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।