আশাশুনি ব্যুরো : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক টক্কসাপ ব্যবসায়ী ও ৩ জন চিংড়িতে পুশকারীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা কোর্ট পরিচালনা করেন। এএসআ্ই আবু রাসেল অভিযান চালিয়ে শোভনালী ইউনিয়নের কাটাখালী গ্রামের জগবন্ধু মন্ডলের পুত্র দিলিপ, তার পিতা জগবন্ধু এবং বসুখালী গ্রামের হফিজুল শেখের পুত্র রায়সুল শেখকে আটক করেন। বাগদা চিংড়েিত অপদ্রব্য পুশের অপরাধে তাদেরকে ৩০০০ টাকা করে ৯০০০ টাকা জরিমানা করা হয়। পুশকৃত চিংড়ি বিন্ষ্ট করা হয়। পৃথক অভিযানে সনাতনকাটি গ্রামের আবুল হোসেন সরদারের পুত্র শফিকুলকে একটি টক্কর সাপসহ আটক করা হয়। তাকে বন্যপ্রাণি সংরক্ষণ আইনের ২৬ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়। টক্কর সাপটি বনে ছেড়ে দেওয়ার জন্য বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।