শ্যামনগর

শ্যামনগর উপজেলা প্রশাসনের পুশ বিরোধী অভিযান

By daily satkhira

April 28, 2020

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে উপজেলা প্রশাসনের উদ্যেগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বিকাল ৩টায় দিকে অভিযানে অত্র এলাকার কর্মকার পাড়া মন্দির সংলগ্ন ডিপো মালিক শফিকুল ইসলামকে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা সহ প্রায় পঞ্চাশ কেজির মত পুশকৃত বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়। কিছু অসাধু ব্যাবসায়ীরা নিজেদের স্বার্থে দক্ষিন বঙ্গের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ীর সুনাম নষ্ট করছে, এই ধরনের অপদ্রব পুশ করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিক এই অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। এসময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার এবং সেনাবাহীনির সদস্যগন। গত ২৫শে এপ্রিল উক্ত কর্মকর্তাগন নুরনগরে পুশ বিরোধী অভিযান চালানোর সময় লাগাতার অভিযান চালানোর কথা বলেন সকল মৎস্য ব্যবসায়ীদের উদ্যেশ্যে কিন্তু তারা কর্নপাত না করে আবারও একই কাজ চালিয়ে যাচ্ছিল। অভিযান চলা কালিন সময়ে নুরনগরের মৎস্য আড়ৎ গুলোতে বাগদা চিংড়ীতে কোন প্রকার অপদ্রব পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সকৃয় থাকার আহবান জানিয়েছেন কর্মকর্তাগন। কর্মকর্তরা আরও জানিয়েছেন নুরনগরের কোন আড়ৎ মালিক পুশ করছে, এমন প্রমান মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয় কর্মকর্তাগন সাংবাদিকদের বলেন শ্যামনগর উপজেলা চিংড়ী মাছে পুশ বন্ধের জন্য কার্যক্রম হাতে নিয়েছি, শ্যামনগর উপজেলায় পুশ বন্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। পুশ বিরোধী অভিযান চলাকালিন সময়ে মৎস্য আড়ৎ গুলো থেকে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করার ময়দার বস্তা, ময়দা জালানো হাড়ী, সিরিন্স সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।