সাতক্ষীরা

পলাশপোলে এল আর ডিও-সেঞ্চুরি একাডেমির বিনামূল্যে শাক সবজি বিতরণ

By daily satkhira

April 28, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল শহরের মুন্সীপাড়া মসজিদের সামনে উদ্বোধন করা হয়, এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায়, সরকারি কলেজ মাঠের উত্তর পাশে, ইটাগাছা মহিলা মাদ্রাসা মোড়ে, সুলতানপুর World Vision মোড়, মাগুরা দঃ পাড়া, মধ্যে পাড়া, কৈখালি মাদ্রাসা মোড়ে, কুকরালী আমতলা মোড়, ইটাগাছা সি এন্ড বি মসজিদের পশ্চিম পাশে, মাস্টার পাড়া, সুলতানপুর কাজী পাড়া, কাটিয়া সরকার পাড়া ,পারকুখরালি দাশপাড়া, আলিপুর হাটখোলা, রসুলপুর পূর্বপাড়া,লাবসা মধ্যপাড়া,কামালনগর দঃপাড়া সহ আজ সকালে ১১টার সময় স্টেডিয়ামের পশ্চিম পাশে প্রায় এক যোগে প্রায় ৬০০ পরিবারে মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতারণ করা হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন LRDO ও সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।।এই সময় উপস্থিত ছিলে এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা,সাংবাদিক ম.জামান প্রমুখ