আশাশুনি

আশাশুনিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা

By daily satkhira

April 28, 2020

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  সম্প্রতি বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস সংক্রান্তে আশাশুনির বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারী আদেশ অমান্য করায় মুদি ব্যবসায়ী, ইলেকট্রনিক্সের দোকান ও মোটরসাইকেল চালককে মোবাইল কোর্টে সর্বমোট ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যের অংশগ্রহনে উপজেলার সোভনালী ইউনিয়নের সোভনালী বাজার, বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার, বেউলা গাজীর হাট বাজার, কুল্যা ইউনিয়নের কুল্যার মোড়সহ বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায়, বুধহাটা বাজারের শিমু ইলেকট্রনিক্সের দোকান মালিককে ৫০০ টাকা, বেউলা গাজীর হাট বাজারে মূল্য তালিকা থেকেও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় মুদি ব্যবসায়ী রায়হানকে ২০০ টাকা ও তিন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়াও সন্ধ্যা ৬টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান।