সাতক্ষীরা

বাঁশদহে করোনা সম্পর্কে মানুষ উদাসীন ॥ জনসমাগম হচ্ছে পূর্বের নিয়মেই

By daily satkhira

April 28, 2020

জুলফিকার আলী: মরণ ব্যাধি করোনা ভাইরাস ঠেকাতে যেখানে বিশ্বের নামি- দামি দেশ হিমশিম খাচ্ছে সেখানে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কোভিড-১৯ নিয়ন্ত্রনে অনেকটাই এগিয়ে|টিভি,সরকার,মিডিয়া ও প্রশাসন ঢোলডাগর পিটিয়ে মানুষকে সচেতন করতে মরিয়া, সেখানে ঘরের ছোট্ট শিশুটা পর্যন্ত জানে করোনার ভয়বাহতা সম্পর্কে| সেখানে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের চিহুিত কয়েকটি স্পটে মানুষ এ সম্পর্কে সম্পু্র্ন উদাসীন | অনেকেরই ধারনা ভাইরাস কিছুই না| তারা স্বাভাবিক নিয়মে এবং পূর্বের মত দিনেতো বটেই সন্ধ্যা হলে যেন তাদের সমাগম ও সমাবেত হওয়ার প্রবনতা বেরে যায় |আর ঐ স্পট গুলোর মধ্যে আছে হাওয়ালখালীর কাষ্টমমোর, কাওনডাঙ্গার প্রাইমারীর বলফিল্ড সংলগ্ন এলাকা ও রেউই বাজারের কয়েকটি চায়ের দেকান | সন্ধ্যার পর ও অতিগোপনে কৌশলে চালিয়ে যাচ্ছে তাদের পুরানো ব্যবসা| সরকারের ঘরে থাকা নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হয়তো বিপদে ফেলতে নিজেসহ অন্যকে | তবে প্রশাসনের ব্যাপক নজরদারি সর্ত্বে ও অতিগোপনে কৌশলে সমাবেত হচ্ছে অনেকে|