দেশের খবর: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪১ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের ছয়জনই ঢাকার। মৃতদের ছয়জন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬৩ জনে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও ১১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৫০ সুস্থ হয়েছে। এদের মধ্যে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি।