নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পৌরসভার ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপনের বাড়ি থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন,সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন,পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু,কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শাখাওয়াতুল করিম পিটুল,জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি,সদস্য সচিব আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সহ সভাপতি নাহিদুর রহমান রিমন,সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন, পৌর সভার ১নং ওয়ার্ডের নেতা আব্দুল গফফার প্রমুখ।