পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি : বুধবার শ্যামনগর উপজেলার নূরনগরে প্রশাসনের স¦াক্ষর জালিয়াতি করে মিনি ভাটা পোড়ানোর অপরাধে একজনকে আটক এবং জরিমানা করা হয়েছে। জানা যায়, উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলি গ্রামের জব্বার গাজীর ছেলে রবিউল ইসলাম(৩২) কতৃক উপজেলা নির্বাহী অফিসার আ, ন, ম, আবুজর গিফারী ও উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলনের সীল সহ স্বাক্ষর জালিয়াতি করে (মিনি ইটভাটা) পোড়াতে গিয়ে আটক হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সীমান্ত এলাকায় (মিনি ইটভাটা) পরিচালনায় বাঁধা দেয় অত্র এলাকাল কুলতলী বি জি বি ক্যাম্প কতৃপক্ষ, এবং (মিনি ইটভাটা) পরিচালনার অনুমোদন আছে কিনা জানতে চাইলে রবিউল ইসলাম শ্যামনগর উপজেলার প্রশাসনের স¦াক্ষর জালিয়াতি করে একটি জাল সনদ উপস্থাপন করলে বি জি বি ক্যাম্প কতৃপক্ষের সন্দেহ হয়। অতপর বি জি বি ক্যাম্প কতৃপক্ষ সনদের সত্যতা যাচাই এর লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলনের সাথে যোগাযোগ করলে জাল সনদের সত্যতা বেরিয়ে আসে। সাথে সাথে বি জি বি ক্যাম্প কতৃপক্ষ প্রাথমিক ভাবে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিষ্টেড আব্দুল হাই সিদ্দিকী সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং প্রমাণ সাপেক্ষে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ এর ৪ এবং ১৪ ধারামতে জরিমানা নগদ দশ হাজার টাকা আদায় করেন। অন্যদিকে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন বাদী হয়ে রবিউল ইসলাম ও আনোয়ার সাদাত এর নামে একটি শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। তারই পরিপেক্ষীতে শ্যামনগর থানা পুলিশ স্বাক্ষর জালিয়াতি করার অপরাধে রবিউলকে আটক করে। আটক কৃত রবিউল জানায়, জাল সনদ খানা নুরনগরের হরিপুর গ্রামের গোলাম বারীর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার সাদাত এর কাছ থেকে দশ হাজার দিয়ে নিয়েছে সে। এবিষয় উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলনের কাছে জানতে চাইলে তিনি বলে উক্ত স্বাক্ষর জালিয়াত কারীদের বিরুদ্ধে মমলা করেছি। এবিষয় শ্যামনগর থানা অফিসার ইনাচার্জ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্বাক্ষর জালিয়াতির অপরাধে রবিউল নামে এক যুবককে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে, এছাড়া অন্য আসামীকে আটকের প্রচেষ্টা অব্যহত আছে।