সাতক্ষীরা

শনিবার বিনামূল্যে সব্জির বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

By daily satkhira

April 30, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ ” বিনা মূল্য শাক সবজি বিতরণ” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলমান রয়েছে।প্রতিদিন ছয়শ থেকে আটশত পরিবারে মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।নতুন ভাবে কৃষকের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা পক্ষ থেকে আগামী শনিবার বিনামূল্যে শাক সব্জির বীজ বিতরণ জন্য নাম অন্তর্ভুক্তি কার্যক্রম উদ্বোধন করা হবে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে। প্রয়োজনে- ০১৭১১ ৫৫৬ ২০৬ উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা। আর এই কার্যক্রম কে এগিয়ে নেওয়া জন্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস প্রমুখ।