সাতক্ষীরা

মাধবকাটিতে প্রাইড ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

By daily satkhira

May 01, 2020

জি এম আবুল হোসাইন,সাতক্ষীরা : করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে কোভিড-১৯ এ গৃহবন্দিদের ও কর্মহীন অসহায় তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রাইড ফাউন্ডেশনের আয়োজনে সুরাইয়া সুলতানা ইরানী এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিতরণ করা হয়। উক্ত খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় তিনি কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন। সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি সকলকে নিজ দায়িত্বে সচেতন হতে হবে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। প্রাইড ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মো. ইব্রাহিম খলিল বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে ২০জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়েছে। তালিকাভুক্ত বাকিদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রাইড ফাউন্ডেশনের সিইও মো. শফিকুজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী আমরা খুব অল্প সময়ের মধ্যে তালিকাভুক্ত পরিবারে পৌঁছে দিচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাইড ফাউন্ডেশনের এতিমখানার সমন্বয়ক হাফেজ দেলোয়ার হোসেন, রেনেসা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপক মো. আজিজুল ইসলাম প্রমুখ।