সাতক্ষীরা

সরকারি বেতন ভাতা ও পেনশন চালুর দাবিতে পৌর কর্মচারীদের কর্মসূচি

By Daily Satkhira

April 26, 2017

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশন কর্তৃক সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালুর ১ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে  সমগ্র বাংলাদেশের ৩২৭টি পৌরসভা একযোগে নিজ পৌর চত্ত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যস্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাদের নিজ চত্তরের প্রধান ফটকে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কর্মসূচির সাথে পৌরসভার কাউন্সিলরবৃন্দ একাতœতা ঘোষণা করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশন এর সভাপতি মীর নাসের আলী। এ সময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মোঃ আব্দুল সেলিম, সংরক্তিত ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি জ্যো¯œা আরা, কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, সংরক্তিত ওয়ার্ড কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পানি) সেলিম সরোয়ার, সাতক্ষীরা পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সরোজ কুমার দে। সভায় বক্তারা অবিলম্বে সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালুর জন্য সরকারের নিকট একদফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।