দেবহাটা ব্যুরো : দেবহাটার উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী শহিদুল ইসলামকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আহত ঘের ব্যবসায়ীর ছেলে সবুর হোসেন বাদি হয়ে শুক্রবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সবুর হোসেন জানান, তার পিতা বাড়ির পার্শবর্তী বিলে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তির সাথে জমি জমা নিয়ে বিরোধ দেখা দেয়। আর তাই পূর্ব শত্রুতার জের ধরে করোনার সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে গত বৃহস্পতিবার রাতে আমার পিতাকে পিটিয়ে জখম করে। আমার পিতা মৎস্য ঘেরে ভেড়িতে সন্ধ্যা ৭টার দিকে অবস্থান করছিলেন এসময় উত্তর পারুলিয়া গ্রামের মৃত ছিয়ামউদ্দীন গাজীর ছেলে আব্দুর রউফ গাজী, তার ছেলে ইয়াসিন গাজী বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়। এতে আমার পিতা গুরুত্বর আহত হয়। পরে আমরা খবর পেয়ে ঘেরের ভেড়িতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।