অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনায় বিভিন্ন দেশে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে ৪০৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ।
সর্বাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার ( ১ মে ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১৭ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি। ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে সৌদি আরবে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।